
জাতীয় সংসদ নির্বাচন জামায়াতে’ ইসলামের বরিশাল মিডিয়া বিভাগের প্রধান, অ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন, #মেহেন্দীগঞ্জ_টাইমস্ কে জানান, বরিশাল ১,২,৪,৫, জামায়াতে ইসলাম, ৬ ইসলামী আন্দলনের মুফতি ফয়জুল করিম, মুলাদী বাবুগঞ্জ বরিশাল ৩, এনসিপি জোটের শরিক দল’ আমার বাংলাদেশ পার্টির’ ব্যারিস্টার ফুয়াদকে দেওয়া হয়েছে। বরিশাল ৪ এর প্রার্থী অধ্যাপক আব্দুল জব্বার, আগামীকাল জোহরবাদ নমিনেশনপত্র জমা দিতে উপজেলা নির্বাচন কমিশনের কার্যালয় যাবেন, নির্বাচনী জোটের সকল শরিক দলের নেতাকর্মীদের মেহেন্দিগঞ্জের আব্দুল্লাহপুর থানা জামে মসজিদে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছেন। বরিশাল ৪ এর প্রার্থী জনাব, অধ্যাপক আব্দুল জব্বার।