
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে শতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার আলিমাবাদ ইউনিয়নে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জানা গেছে, আলিমাবাদ ইউনিয়নের বিএনপি নেতা শহীদ মৃধা ও বেল্লাল মেম্বারের নেতৃত্বে বিএনপি সহ বিভিন্ন দল থেকে আগত নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন। ইউনিয়ন জামায়াতের সভাপতি মাস্টার শাহাদাত হোসেনের নিজ বাড়িতে এ যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৪ (হিজলা–মেহেন্দিগঞ্জ–কাজিরহাট) আসনের জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আব্দুল জব্বার।
এ সময় তিনি বলেন, ন্যায়ভিত্তিক সমাজ ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের মানুষ এখন ইসলামী আদর্শের রাজনীতির প্রতি আগ্রহী হয়ে উঠছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় জামায়াত ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। যোগদানকারী নেতাকর্মীরা জামায়াতের আদর্শে অনুপ্রাণিত হয়ে দলটিতে যোগ দিয়েছেন বলে জানান আয়োজকরা।