
বরিশাল-৪ আসনে মাওলানা আবদুল জব্বার এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাট) আসনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার এর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।
শুক্রবার (২ জানুয়ারি) বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা খাইরুল আলম সুমন এ ঘোষণা দেন। এ সময় মাওলানা আবদুল জব্বার সহ অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।