1. live@www.mehendiganjpratidin.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.mehendiganjpratidin.com : - :
   
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আলিমাবাদে রাতের আধারে ঘরের সিঁধ কেটে মোবাইল ও স্বর্ণালংকার চুরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেহেন্দিগঞ্জ ছাত্রসংগঠন DUSAM-এর সহ-সভাপতি নির্বাচিত মিজানুর রহমান বরিশালে প্রবীণ সাংবাদিক মোঃ হোসেন শাহ’র ২২তম মৃত্যুবার্ষিকী আজ বরিশাল-৪ আসনের এমপি প্রার্থী কে এই মাওলানা আব্দুল জব্বার ? ‎ মেহেন্দিগঞ্জ-হিজলা সীমান্তবর্তী মেঘনায় জেলের ট্রলারডুবিতে নিখোঁজ ৪ সৌদি আরবে ৫ দিন ধরে নিখোঁজ মেহেন্দিগঞ্জের সন্তান মেহেদি হাসান। ৩নং চরএককরিয়া ইউনিয়ন’র ১ নং ওয়ার্ড বিএনপির কার্যালয় উদ্বোধন। এই শীতে ভ্রমণের জন্য সেরা বরিশাল | বিস্তারিত ভ্রমণ গাইড মেহেন্দিগঞ্জে বিএনপির আয়োজনে খালেদা জিয়ার স্বরণে শোকসভা। ১৪ নং শ্রীপুর ইউনিয়নে গণসংযোগ করেছেন হাতপাখা মনোনীত প্রার্থী। এছহাক মুহাম্মদ আবুল খায়ের।

হিজলা-মেহেন্দিগঞ্জে ভোটের লড়াই জমে উঠছে, জামায়াতের শক্ত ঘাঁটি ধরে রাখার আভাস

IK IMRAN KHAN
  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

বরিশালের মেঘনা, কালাবদর ও তেতুলিয়া নদীবেষ্টিত দুই উপজেলা হিজলা ও মেহেন্দীগঞ্জ। সড়ক যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে দুর্গম জনপদ হিসেবে পরিচিত এ দুই উপজেলা নিয়েই গঠিত বরিশাল-৪ আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনকে ঘিরে ক্রমোশ বাড়ছে নির্বাচনী উত্তাপ।

আসনের অতীত ইতিহাসে জামায়াতের রয়েছে শক্ত ভিত্তি। দলটির বিরাট একটি ভোট ব্যাংক রয়েছে এই আসনে। এর সাথে যোগ হয়েছে জুলাই বিপ্লবের পর জামায়াতকে ঘিরে গড়ে ওঠা ক্রেজ। যে কারণে আগামী নির্বাচনে আসনটি নিজেদের করে নেয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী হয়ে উঠছেন জামায়াত নেতাকর্মীরা।

অপরদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ঘোষণা করা হয়েছে দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী সৈয়দ এছাহাক মোঃ আবুল খায়েরকে। তবে তারা প্রার্থী হওয়ার পর থেকে এলাকায় উল্লেখযোগ্য কোনো তৎপরতা না থাকায় সাধারণ মানুষের সাথে তেমন কোন যোগাযোগ নেই। যার ফলে ভোটের মাঠে আশানুরুপ আলোচনায় নেই তিনি।

জামায়াতের সূত্র মতে, বরিশাল বিভাগের মধ্যে এই আসনে তাদের সাংগঠনিক ভীত তুলনামূলক মজবুত। এখানকার প্রার্থী বরিশাল জেলা জামায়াতের আমির হওয়ায় তাকে শক্ত প্রার্থী হিসেবেই দেখছেন ভোটাররা। ইতিমধ্যে তিনি প্রান্তিক জনপদে সাধারণ মানুষের জীবনযাত্রা, কৃষকদের সমস্যা, বেকার যুবকদের কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্য সেবার সমস্যাসহ বিভিন্ন বিষয় নিয়ে সমাধানের আশ্বাস দিয়েছেন।

এলাকাবাসী বলছেন, বহুবছর ধরেই প্রার্থী আব্দুল জব্বার নিবিড়ভাবে মানুষের সঙ্গে যোগাযোগ রেখেছেন। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করে তাদের সবার মতামত গ্রহণ করছেন। তিনি এই অঞ্চলে ছাত্রজীবন থেকে সাংগঠনিক দায়িত্বপালনের সুবাদে এলাকাবাসীর সাথে তার একটি নিবিড় বন্ধন গড়ে উঠেছে। এ অবস্থায় ইসলামী জোটের পক্ষ থেকে মাওলানা আবদুল জব্বারকে একক প্রার্থী হিসেবে ঘোষণা করা হলে তিনি সম্মিলিতভাবে একটি বিশাল জনসমর্থন নিয়ে বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।

যদিও ইসলমী ও সমমনা ৮ দলের আসন সমঝোতায় এই আসনে এখনও প্রার্থী চুড়ান্ত হয়নি, তবে ৮ দলের প্রার্থী বাছাইয়ে ক্ষেত্রে যে সকল বিষয় বিবেচনা করা হচ্ছে সেক্ষেত্রে এই আসনে জামায়াতের প্রার্থী হওয়ার সম্ভাবনায় এগিয়ে রয়েছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ইসলামী আন্দোলনের একাধিক কর্মী বলেন, এটা অত্যন্ত বাস্তব যে বরিশাল-৪ আসনে আমাদের চেয়ে দাড়িপাল্লার প্রার্থী এগিয়ে রয়েছেন। তাই জাতীয় স্বার্থে এই আসনটি আব্দুল জব্বারকে দিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করলে জয়ী হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। আবার একইভাবে যেসব আসনে হাতপাখা এগিয়ে আছে সেগুলো তারাও ছেড়ে দেওয়া উচিৎ।
সূত্র: বরিশাল বাণী

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট