
মেহেন্দিগঞ্জ উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ পাতারহাট বন্দরের প্রধান প্রধান সড়ক দখল করে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা দুপাশের সড়ক দখল করে গড়ে ওঠা এসব দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানের কারণে প্রায়ই সৃষ্টি হয় যানজট।
তাই এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সড়ক দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করা হয়। আজ সকাল থেকে চলে এই অভিযান। অভিযান পরিচালনা করেন মেহেন্দিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভুমি) মোহাম্মদ ফাহিম হাসান খান।
এসময় ৩ জনকে ১১০০ টাকা নগদ অর্থ জরিমানা ও কিছু কাচামাল জব্দ করা হয়। অবৈধ স্থাপনা উচ্ছেদ এর এই অভিযান চলমান থাকবে বলে দ্যা ডেইলি মেহেন্দিগঞ্জকে জানিয়েছেন সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ ফাহিম হাসান খান।