বাংলাদেশের বরিশালের মেহেন্দিগঞ্জে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে নানা আয়োজন।
মঙ্গলবার সকালে পৌর বন্দরে বের করা হয় এক আনন্দ র্যালি। পরে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসানের বাড়ির উঠানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা শেষে অসচ্ছল নারীদের হাতে বিতরণ করা হয় হাঁস-মুরগি। আয়োজকরা জানান, এ উদ্যোগ নারীদের স্বাবলম্বী করে তুলতে সহায়ক হবে।
প্রধান অতিথি মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব সিয়াব আহমেদ সেলিম বলেন, সামান্য উদ্যোগ থেকেও বড় পরিবর্তন আসতে পারে। বিশেষ করে নারীরা স্বাবলম্বী হলে পরিবার ও সমাজ আরও সমৃদ্ধ হবে।
বরিশাল উত্তর জেলা মহিলা দলের সভাপতি চৌধুরী শরীফা নাসিরন জানান, প্রতিষ্ঠার পর থেকেই মহিলা দল গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখে চলেছে।
স্থানীয়ভাবে উপকারভোগী নারীরা জানিয়েছেন, হাঁস-মুরগি পাওয়ায় তারা পরিবারে আর্থিক সহায়তা দিতে পারবেন।