মেহেন্দিগঞ্জে বিদ্যুৎ সংকট: সাবমেরিন ক্যাবল বদলে টাওয়ারের দাবি
বরিশাল থেকে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে মেহেন্দিগঞ্জ উপজেলায়। কিন্তু প্রায়ই প্রাকৃতিক দুর্যোগ ও নৌযানের ধাক্কায় এসব ক্যাবল ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর ফলে প্রায় প্রতিদিনই বিদ্যুৎ বিভ্রাটের শিকার হচ্ছেন উপজেলার লক্ষ লক্ষ মানুষ।
ভুক্তভোগীরা জানান, সামান্য ঝড়বৃষ্টি কিংবা নদীতে জাহাজ চলাচলের কারণে ক্যাবল নষ্ট হয়ে দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে। এতে সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা—সবখানেই ভোগান্তি বাড়ছে।
স্থানীয়দের দাবি, সাবমেরিন ক্যাবলের পরিবর্তে যদি টাওয়ারের মাধ্যমে বিদ্যুৎ লাইন স্থাপন করা হয়, তাহলে স্থায়ী সমাধান মিলবে। তারা দ্রুত এ পদক্ষেপ নেওয়ার জন্য বিদ্যুৎ বিভাগের প্রতি আহ্বান জানিয়েছেন।