মেহেন্দিগঞ্জ উপজেলার দড়িচর খাজুরিয়া ইউনিয়নের বাসিন্দা আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত নাঈম দেওয়ানকে গ্রেফতার করেছে কোস্টগার্ড।
বুধবার সকাল ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হিজলা-মেহেন্দিগঞ্জ কোস্টগার্ডের যৌথ অভিযানে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
অভিযানের সময় তার কাছ থেকে একটি দেশি আগ্নেয়াস্ত্র, এক রাউন্ড তাজা কার্তুজ, একটি চাইনিজ কুড়াল, বিদেশি মুদ্রা এবং ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়। পরে তাকে মেহেন্দিগঞ্জ থানায় সোপর্দ করা হয়।
এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলাম জানান, আটক ডাকাত নাঈমের বিরুদ্ধে দুটি মামলা রুজু করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, নাঈম দেওয়ানের বিরুদ্ধে মেহেন্দিগঞ্জসহ বিভিন্ন থানায় মোট ১৭টি মামলা রয়েছে।