
সৌদি আরবে নিখোঁজ মেহেন্দিগঞ্জের প্রবাসী যুবক মেহেদী হাসান রাফসান
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:
সৌদি আরবের রিয়াদ শহর থেকে নিখোঁজ হয়েছেন মেহেন্দিগঞ্জ উপজেলার চরহোগলা গ্রামের কৃতি সন্তান ও সৌদি প্রবাসী মোঃ মেহেদী হাসান চৌধুরী রাফসান।
পরিবার ও স্বজনদের সূত্রে জানা যায়, গত সোমবার (০৫/০১/২০২৬) রাত থেকে রিয়াদ শহরে অবস্থানরত মেহেদী হাসান রাফসানের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজের পর থেকে তার মোবাইল ফোন বন্ধ রয়েছে এবং আত্মীয়-স্বজনদের সঙ্গে কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ ঘটনায় পরিবারে নেমে এসেছে চরম উৎকণ্ঠা ও উদ্বেগ। প্রবাসে থাকা অসংখ্য বাংলাদেশি এবং বিশেষ করে মেহেন্দিগঞ্জবাসীর সহযোগিতা কামনা করেছেন তার স্বজনরা।
মেহেন্দিগঞ্জ আমাদের গর্ব পেজে যুক্ত থাকা প্রবাসী ভাইদের উদ্দেশ্যে অনুরোধ জানানো হয়েছে—
যদি কেউ সৌদি আরবের ভেতরে কোথাও মেহেদী হাসান রাফসানের সন্ধান পান বা তার সম্পর্কে কোনো তথ্য জানতে পারেন, তাহলে অনুগ্রহ করে দ্রুত নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
📞 যোগাযোগ:
Arif Hossen
Csm Sohag
📱 0501775857
📱 0530065320
📱 0571165708
নিখোঁজ প্রবাসী যুবককে সুস্থ অবস্থায় ফিরে পেতে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেছে পরিবার।