
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি
বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ–হিজলা) আসনে
আসন সমঝোতা নিয়ে ১১ দলীয় জোটের ভেতরে চলছে জোর আলোচনা।
এই আসনে জোটের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছে দুইজনের নাম। একজন ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখার মনোনীত প্রার্থী ও চরমোনাই পীরের আপন ভাই মুফতি সৈয়দ ইসহাক মুহাম্মদ আবুল খায়ের, অপরজন বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা মনোনীত প্রার্থী অধ্যাপক মোহাম্মদ আবদুল জব্বার।
জোট সূত্রে জানা গেছে, এখনো এই আসনে চূড়ান্ত প্রার্থী ঠিক না হওয়ায় দুই প্রার্থীই নিজ নিজ দলের পক্ষ থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন। তবে আলোচনা শেষ হলেই দুজনের মধ্যে একজনকে জোটের প্রার্থী ঘোষণা করা হবে এবং অন্যজন মনোনয়ন প্রত্যাহার করে নেবেন।
সূত্র বলছে, খুব শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। তবে কে হচ্ছেন বরিশাল-৪ আসনে ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী—এ নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি।
একটি সূত্রের মতে, এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক মোহাম্মদ আবদুল জব্বারের জনপ্রিয়তা তুলনামূলকভাবে ভালো। স্থানীয়ভাবে তার গ্রহণযোগ্যতাও রয়েছে। সে হিসেবে তাকেই জোটের প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে।
অন্যদিকে আরেকটি সূত্র জানিয়েছে, ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ ইসহাক মুহাম্মদ আবুল খায়ের দলটির আমির রেজাউল করিমের আপন ভাই। পাশাপাশি দক্ষিণাঞ্চলে ইসলামী আন্দোলনের একটি শক্ত ভোটব্যাংক হিসেবে পরিচিত।
সে কারণে ইসলামী আন্দোলনের পছন্দের আসনের তালিকায় বরিশাল-৪ গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে।
সব মিলিয়ে বরিশাল-৪ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী কে হচ্ছেন—এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে কৌতূহল বাড়ছে। চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় স্থানীয় নেতা-কর্মী ও ভোটাররা।