
একদিন ধরে নিখোঁজ সরকারি পাতারহাট আর.সি কলেজের শিক্ষার্থী অপু শিকদার। নিখোঁজ অপু অত্র কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। অপু সোনামুখি গ্রামের শাহিন সিকদারের ছেলে।
পরিবার জানায় গতকাল সকালে বাবা শাহীন শিকদারের সাথে পাতারহাট বাজারে যায় নিখোঁজ অপু। তারপর বাবা চলে গেলেও তিনি বাড়ি ফেরেনি। এরপর থেকে আর অপুর সন্ধান পায়নি পরিবার। অপুর ব্যবহৃত মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও সেটি বন্ধ পাওয়া যাচ্ছে।
তার এই নিখোঁজ সংবাদে দুশ্চিন্তায় পরিবার। তাই সন্ধান চেয়ে ইতোমধ্যে মেহেন্দিগঞ্জ থানায় বিষয়টি অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন অপুর মা।
নিখোঁজ অপুর সন্ধ্যান পেয়ে থাকলে নীচের দেওয়া নাম্বারে যোগাযোগ করার অনুরোধ পরিবারের
01782195542