1. live@www.mehendiganjpratidin.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.mehendiganjpratidin.com : - :
   
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
আলিমাবাদে রাতের আধারে ঘরের সিঁধ কেটে মোবাইল ও স্বর্ণালংকার চুরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেহেন্দিগঞ্জ ছাত্রসংগঠন DUSAM-এর সহ-সভাপতি নির্বাচিত মিজানুর রহমান বরিশালে প্রবীণ সাংবাদিক মোঃ হোসেন শাহ’র ২২তম মৃত্যুবার্ষিকী আজ বরিশাল-৪ আসনের এমপি প্রার্থী কে এই মাওলানা আব্দুল জব্বার ? ‎ মেহেন্দিগঞ্জ-হিজলা সীমান্তবর্তী মেঘনায় জেলের ট্রলারডুবিতে নিখোঁজ ৪ সৌদি আরবে ৫ দিন ধরে নিখোঁজ মেহেন্দিগঞ্জের সন্তান মেহেদি হাসান। ৩নং চরএককরিয়া ইউনিয়ন’র ১ নং ওয়ার্ড বিএনপির কার্যালয় উদ্বোধন। এই শীতে ভ্রমণের জন্য সেরা বরিশাল | বিস্তারিত ভ্রমণ গাইড মেহেন্দিগঞ্জে বিএনপির আয়োজনে খালেদা জিয়ার স্বরণে শোকসভা। ১৪ নং শ্রীপুর ইউনিয়নে গণসংযোগ করেছেন হাতপাখা মনোনীত প্রার্থী। এছহাক মুহাম্মদ আবুল খায়ের।

বরিশাল ৪ আসনে কারা নামছেন নির্বাচনী লড়াইয়ে? মনোনয়ন সংগ্রহ করেছেন ৬ জন

IK IMRAN KHAN
  • প্রকাশিত: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বরিশালের ৬টি আসনে ৪৮ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ সময়ের পর সোমবার (২৯ ডিসেম্বর) রাতে বরিশালের রিটার্নিং কর্মকর্তা খায়রুল আলম সুমন বরিশালটাইমসকে এ তথ্য নিশ্চিত করেন। বরিশাল জেলার ৬টি আসনে ৬২টি মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছিল।

বরিশাল ১ আসনে ৮টি মনোনয়ন ফরম বিতরণ করা হয়, জমা পড়েছে ৫টি। বরিশাল ২ আসনে ১২টি মনোনয়ন ফরম বিতরণ করা হলেও জমা পড়ে ১১টি। বরিশাল ৩ আসনে ১১টি মনোনয়ন ফরম বিতরণ করা হয়, জমা পড়েছে ১০টি। বরিশাল ৪ আসনে ৬টি ফরম বিতরণ করা হয়, সবগুলো জমা পড়ে। বরিশাল ৫ আসনে ১৮টি মনোনয়ন ফরম বিতরণ করা হলেও জমা পড়েছে মাত্র ১০টি এবং বরিশাল ৬ আসনে ৭টি ফরম বিতরণ করা হয়, এর মধ্যে জমা পড়ে ৬টি।

বরিশাল ১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন, স্বতন্ত্র প্রার্থী বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুস সোবাহান, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. রাসেল সরদার, জাতীয় পার্টির সেরনিয়াবাত সেকেন্দার আলী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কামরুল ইসলাম খান মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বরিশাল ২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) তরিকুল ইসলাম, জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল মন্নান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ নেছার উদ্দিন, খেলাফত মজলিসের মুন্সি মোস্তাফিজুর রহমান, জাতীয় পার্টির এমএ জলিল, গণঅধিকার পরিষদের রঞ্জিত কুমার বাড়ৈ, বাংলাদেশ জাসদের আবুল কালাম আজাদ, বাংলাদেশ কংগ্রেসের আ. হক, স্বতন্ত্র মোহাম্মদ আব্দুল্লাহ এবং এনসিপির সাহেব আলী।

বরিশাল ৩ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী জয়নুল আবেদীন, স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা আ. সত্তার খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. সিরাজুল ইসলাম, জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু, মো. ইকবাল হোসেন তাপস ও ফকরুল আহসান, এবি পার্টির মোহাম্মদ আসাদুজ্জামান ভুঁইয়া, জামায়াতে ইসলামীর জহির উদ্দিন মুহাম্মদ বাবর, স্বতন্ত্র সৈয়দ বদরুল হোসেন এবং গণঅধিকার পরিষদের ইয়ামিন এইচএম ফারদিন।

বরিশাল ৪ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী রাজিব আহসান, জামায়াতে ইসলামীর মোহাম্মদ আব্দুল জব্বার, ইসলামী আন্দোলন বাংলাদেশের সৈয়দ এছহাক মো. আবুল খায়ের, এবি পার্টির আসাদুজ্জামান ভুঁইয়া, জাতীয় পার্টির এমএ জলিল এবং বাংলাদেশ জাসদের প্রার্থী আবদুস সালাম।

বরিশাল ৫ (সদর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী মো. মজিবর রহমান সরোয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মো. ফয়জুল করিম, বাসদের মণীষা চক্রবর্তী, জামায়াতে ইসলামীর মুয়াযযম হোসাইন হেলাল, জাতীয় পার্টির আখতার রহমান, এবি পার্টির মো. তারিকুল ইসলাম, এনসিপির আব্দুল হান্নান সিকদার, মো. তৌহিদুল ইসলাম, বাসদ মাকর্সবাদী দলের সাইদুর রহমান এবং খেলাফত মজলিসের একেএম মাহবুব আলম।

বরিশাল ৬ আসনে মুসলীম লীগের প্রার্থী আব্দুল কুদ্দুস, বিএনপির প্রার্থী আবুল হোসেন খান, জামায়াতে ইসলামীর মো. মাহমুদুন্নবী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মো. ফয়জুল করিম, গণঅধিকার পরিষদের সালাউদ্দিন মিয়া এবং স্বতন্ত্র কামরুল ইসলাম খান মনোনয়নপত্র দাখিল করেছেন।

মনোনয়নপত্র বাছাই ৩০ ডিসেম্বর ২০২৫ থেকে ৪ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে রিটার্নিং কর্মকর্তার কাছে আপিলের তারিখ আগামী ৬ থেকে ১২ জানুয়ারি পর্যন্ত। মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল করা যাবে ১১ জানুয়ারি পর্যন্ত; আপিল নিষ্পত্তি ১২ জানুয়ারি সোমবার থেকে ১৮ জানুয়ারি। রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা প্রার্থিতা প্রত্যাহার করতে পারবে ২০ জানুয়ারি পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি ২০২৬। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট