
লাল–সবুজ বেলুনে বিপিএলের উদ্বোধন, মাঠে গড়াল নতুন আসর
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫–২৬ আসরের পর্দা উঠেছে আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সকালেই সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী আয়োজনে শহীদ ওসমান বিন হাদির স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান এগিয়ে যায়। মুহূর্তটিকে আরও বর্ণিল করতে স্টেডিয়ামের আকাশে উড়ানো হয় হাজারো লাল–সবুজ বেলুন।
নিরাপত্তাজনিত কারণে ঢাকায় পরিকল্পিত বড় উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত থাকলেও মাঠে ক্রিকেট শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় রাজশাহী ও সিলেটের দুই দল।
টুর্নামেন্ট শুরুর আগে কিছু সাংগঠনিক জটিলতা থাকলেও মাঠের লড়াই শুরু হওয়ায় বিপিএলের আসল উত্তেজনা এখন ক্রিকেটেই। আগামী এক মাস জুড়ে জমজমাট ম্যাচে ভরপুর থাকবে দেশের সবচেয়ে জনপ্রিয় এই টি–টোয়েন্টি লিগ।