
তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তন উপলক্ষ্যে মেহেন্দিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য আনন্দ মিছিল
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তন উপলক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ (রবিবার) রাত ০৮:০০ ঘটিকায় মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ আনন্দ মিছিলের আয়োজন করা হয়। মিছিলে উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
আনন্দ মিছিলটি মেহেন্দিগঞ্জ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় নেতাকর্মীরা তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
মিছিলে বক্তারা বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজ আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ। তারা আশা প্রকাশ করেন, তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশ আবার গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের মৌলিক অধিকার ফিরে পাবে।
নেতৃবৃন্দ আরও বলেন, বর্তমান সংকটময় রাজনৈতিক পরিস্থিতি থেকে দেশকে মুক্ত করতে বিএনপি রাজপথে ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে যাবে।