সরকারি পাতারহাট আর.সি. কলেজে একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহযোগিতার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সরকারি পাতারহাট আর.সি. কলেজ শাখার উদ্যোগে একটি হেল্প ডেক্স চালু করা হয়েছে।
ভর্তির প্রক্রিয়ায় শিক্ষার্থীরা যাতে কোনো ধরনের ভোগান্তির শিকার না হয় এবং সহজে সব ধরনের তথ্য ও সহায়তা পায়, সেই উদ্দেশ্যেই এই হেল্প ডেক্সের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে কলেজ শাখা ছাত্রদলের নেতারা।
তারা আরও বলেন, “ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিল, আছে এবং থাকবে।”
এই হেল্প ডেক্স থেকে ভর্তি ফর্ম পূরণ, অনলাইন নির্দেশনা এবং প্রয়োজনীয় তথ্য পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন উপস্থিত শিক্ষার্থীরা।