মাদককে না বলো—খেলাধুলাকে হ্যাঁ বলো” স্লোগানে বরিশাল-৪ আসনের হিজলা-মেহেন্দিগঞ্জের সাবেক সংসদ সদস্য ও বর্তমান এমপি পদপ্রার্থী মেজবাহউদ্দিন ফরহাদের উদ্যোগে আলিমাবাদ ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল বিতরণ করা হয়েছে।
এ কর্মসূচি বাস্তবায়ন করেন বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাজন, আলিমাবাদ ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক রাছেল এবং স্থানীয় নেতা খোকন খান।
ফুটবল বিতরণ করা হয় আলিমাবাদ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, সরকারি কাজীহাট প্রাথমিক বিদ্যালয় ও ৯ নং ওয়ার্ডের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে।
স্থানীয় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন—যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই