1. live@www.mehendiganjpratidin.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.mehendiganjpratidin.com : - :
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল পুলিশ কমিশনার ফুটবল কাপ টুর্নামেন্টে দুর্দান্ত সাফল্য মেহেন্দিগঞ্জের। মেহেন্দিগঞ্জে ৭০ বছরের এক বৃদ্ধার নিঃসঙ্গ জীবন। মেহেন্দিগঞ্জে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশেষ কর্মসূচি। হিজলায় মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের বিরুদ্ধে মানববন্ধন। ডাকসু নির্বাচনের লাইভ কভারেজে চ্যানেল এস-এর সাংবাদিক তরিকুল শিবলীর মৃত্যু মেহেন্দিগঞ্জে সাংবাদিক আরিফিন তুষারের মৃত্যুতে শোকের ছায়া সরকারি পাতারহাট আর.সি. কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহযোগিতায় ছাত্রদলের হেল্প ডেক্স। মেহেন্দিগঞ্জে অসুস্থ ফারজানার পাশে দাড়াচ্ছে বিভিন্ন সংগঠন নদীভাঙনে বিলুপ্তির পথে মেহেন্দিগঞ্জের দুই ইউনিয়ন মেহেন্দিগঞ্জে ৭০ হাত মাটির নিচ থেকে জাহাজ উদ্ধার

চাঁদাবাজ ও ভূমি দখলকারীদের বিচার খাম্বায় বেঁধে করার হুঁশিয়ারি সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদের

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা অধ্যাপক মেজবাহ উদ্দিন ফরহাদ চাঁদাবাজ ও ভূমি দখলকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

বুধবার (২৭ আগস্ট) বিকেলে মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে এক পথসভায় তিনি বলেন, “চাঁদাবাজ ও দখলদারদের বিচার খাম্বায় বেঁধে করা হবে। তারা জাতির শত্রু, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”

এর আগে তিনি গাগুরিয়া সুইসগেট, স্বাধীন বাজার, গাগুরিয়া বাজার ও বটতলা এলাকায় গণসংযোগ করেন। স্থানীয় নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান।

অধ্যাপক ফরহাদ অভিযোগ করেন, ৫ আগস্টের পর থেকে বিএনপির নাম ভাঙিয়ে কিছু চাঁদাবাজ সাধারণ মানুষের উপর জুলুম চালাচ্ছে। বিশেষ করে গোবিন্দপুর চরের জমি দখল করেছে। এসব দখলদার ও চাঁদাবাজদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেন তিনি।

তিনি আরও দাবি করেন, আলীমাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাপ্পীকে রক্ষা করতে গিয়ে কারা কারা চাঁদা নিয়েছেন, সেই তথ্য তার হাতে আছে। সময়মতো সবাইকে জবাবদিহি করতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

পথসভায় ফরহাদ দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পাশাপাশি সাধারণ মানুষের অধিকার রক্ষায় সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

এ সময় উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর মেয়র জিয়া উদ্দিন সুজন, মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ এম আর আলমসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট