সংবাদ প্রতিবেদন
মেহেন্দিগঞ্জ উপজেলায় টানা ২০ ঘণ্টা ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। গতকাল (২৬ আগস্ট) রাত ১০টা থেকে আজ বিকেল পর্যন্ত উপজেলার কোথাও বিদ্যুৎ সরবরাহ নেই।
বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-১ সূত্রে জানা গেছে, মেহেন্দিগঞ্জে বিদ্যুৎ সরবরাহের দুটি সাবমেরিন ক্যাবল সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। এর মধ্যে একটি লাইন আংশিক চালু করার কাজ চলছে। এতে উপজেলার কিছু এলাকায় বিদ্যুৎ ফেরানো সম্ভব হলেও পুরোপুরি বিদ্যুৎ স্বাভাবিক হতে নতুন ক্যাবল সংযোগ প্রয়োজন হবে। এ জন্য কয়েকদিন সময় লাগতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ইতিমধ্যে বরিশাল পল্লী বিদ্যুৎ অফিস থেকে টেকনিশিয়ান টিম এসে মেহেন্দিগঞ্জ ক্যাবল স্টেশনে জরুরি মেরামত কাজে নিয়োজিত রয়েছে।
👉 পরবর্তী আপডেটে বিস্তারিত জানানো হবে।