বরিশালের মুলাদী উপজেলায় সাঁকো পারাপারের সময় খালে পড়ে নুসরাত (৯) নামের এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সকালে উপজেলার গাছুয়া ইউনিয়নের চর কোলানিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নুসরাত ওই গ্রামের নজরুল ইসলামের মেয়ে। সে হিজলা উপজেলার কোলচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সকালে বিদ্যালয়ে পরীক্ষা দিতে যাওয়ার পথে সাঁকো পার হওয়ার সময় নুসরাত খালে পড়ে যায়। স্থানীয়রা উদ্ধার করার আগেই তার মৃত্যু ঘটে।
নুসরাতের বাবা নজরুল ইসলাম জানান, তার মেয়ের সাঁতার জানা ছিল না। কয়েকদিন আগে টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে শারীরিকভাবে সে দুর্বল হয়ে পড়েছিল। এর মধ্যে পরীক্ষায় অংশ নিতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।