মেহেন্দিগঞ্জ উপজেলার ১০ নং আলিমাবাদ ইউনিয়নের ৯ নং ওয়ার্ড গাগুরিয়া স্বাধীন বাজার এলাকার পল্টনের মাথায় আজ (মঙ্গলবার) বিকেল ৪টার দিকে একটি বসতঘরে আগুন লাগে।
পারিবারিক সূত্রে জানা যায়, রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে নগদ টাকা, আসবাবপত্রসহ ঘরের ভেতরে থাকা মূল্যবান সম্পদ ভস্মীভূত হয়ে যায়। তবে ঘরের বাইরের টিন ও অবকাঠামো অক্ষত থাকলেও ভেতরের সব মালামাল ছাই হয়ে গেছে।
আগুন লাগার পর পরিবারের সদস্যদের পাশাপাশি আশপাশের মানুষ ছুটে এসে পানি ঢেলে তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ওই এলাকার রিপন হাওলাদারের বাবা রাজ্জাক হাওলাদার। তারা দরিদ্র পরিবারের হওয়ায় একমাত্র বসতঘরটি হারিয়ে এখন নিঃস্ব হয়ে পড়েছেন।