
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি!
বরিশালের মেহেন্দিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, ধুলিয়া মধ্যেচর গ্রামের হানিফ রাঢ়ীর ছেলে শাকিল হোসেন (২৩) ও সিন্নিরচর গ্রামের ইউসুফ মাল এর ছেলে শামিম মাল (২৪)। তাদের কাছ থেকে ৫পিস ইয়াবা এবং ১০০গ্রাম গাজা জব্দ করা হয়।
এদেরকে বুধবার (১৪ জানুয়ারী) বিকালে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলুর ইটভাটার কাছ থেকে গোপন সংবাদের ভিত্তিতে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ এস আই মনিবুর রহমান সুজন, এ এস আই স্বপন, গোলাম কিবরিয়া ও ইলিয়াসসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে আটক করা হয়।
আটককৃতদের মধ্যে শাকিল হোসেন ড্রেজারের শ্রমিক আর শামিম মাল মুদি মালের ব্যবসায়ী। পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবা ও গাঁজা জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মেহেন্দিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান হাওলাদার।