
মেহেন্দিগঞ্জের জাঙ্গালিয়া ইউনিয়নে অবৈধ জাল দিয়ে মাছের পোনা নিধনের অভিযোগ
মেহেন্দিগঞ্জ উপজেলার ৯ নম্বর জাঙ্গালিয়া ইউনিয়নে নদীতে অবৈধ নেটজাল ও বাধাজাল ব্যবহার করে সব ধরনের মাছের পোনা নিধন করা হচ্ছে—এমন অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, কিছু দুষ্কৃতকারীর সহায়তায় একটি চক্র দীর্ঘদিন ধরে এই অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, মোটা অঙ্কের অর্থের বিনিময়ে রাজনৈতিক পরিচয়ের সুযোগ কাজে লাগিয়ে জেলেদের নদীতে অবৈধভাবে জাল ফেলতে দেওয়া হচ্ছে, যার ফলে নদীর জীববৈচিত্র্য ধ্বংসের পাশাপাশি মৎস্য খাতে গুরুতর অর্থনৈতিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির ৯ নম্বর জাঙ্গালিয়া ইউনিয়ন সভাপতির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান,
“এই বিষয়ে আমি আগে কিছুই জানতাম না। তবে যদি অবৈধভাবে মাছের পোনা নিধন হয়ে থাকে, তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। উপজেলা মৎস্য কর্মকর্তা যদি আমার সহযোগিতা চান, আমি প্রস্তুত আছি।”
অন্যদিকে, ৯ নম্বর জাঙ্গালিয়া ইউনিয়ন ক্ষুদ্র ও মৎস্যজীবী সমিতির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন এ ঘটনায় ফেসবুক পোস্টের মাধ্যমে প্রকাশ্যে প্রতিবাদ জানিয়েছেন। ওই পোস্টে তিনি মাছের পোনা নিধন বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেন এবং অবৈধ জাল ব্যবহারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
স্থানীয় সচেতন মহল দ্রুত উপজেলা মৎস্য কর্মকর্তাদের সরেজমিন তদন্ত, নিয়মিত অভিযান এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।