মেহেন্দিগঞ্জে রাতের আঁধারে সিঁধ কেটে চুরি।
গৃহপরিচালিকার কান ছিঁড়ে রক্তাক্ত।
মেহেন্দিগঞ্জ উপজেলার ১০ নং আলিমাবাদ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের গাগুলিয়া গ্রামে রাতের আঁধারে একটি বসতঘরে সিঁধ কেটে চুরির অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাতনামা চোরেরা ঘরের সিঁধ কেটে ভেতরে প্রবেশ করে একটি ভিভো ব্র্যান্ডের মোবাইল ফোন ও ঘরের গৃহপরিচালিকার কানের স্বর্ণের দুল চুরি করে নিয়ে যায়।
এ সময় দুল টান দিয়ে ছিঁড়ে নেওয়ায় গৃহপরিচালিকার কানে গুরুতর আঘাত লাগে এবং রক্তপাত হয়। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এছাড়া একই এলাকার পাশের আরেকটি ঘরেও চোরেরা হানা দিয়ে মূল্যবান জিনিসপত্র চুরি করেছে বলে অভিযোগ উঠেছে। এক রাতেই পরপর দুটি ঘরে চুরির ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, সম্প্রতি এলাকায় চুরির ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তারা দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন