মেহেন্দিগঞ্জে বিএনপির আয়োজনে খালেদা জিয়ার স্বরণে শোকসভা।
সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার স্বরণে
মেহেন্দিগঞ্জ উপজেলা, পৌর বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে শোকসভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭জানুয়ারী) বিকাল ৩টায় পাতারহাট সরকারি রসিক চন্দ্র মহাবিদ্যালয় (আর সি)কলেজ মাঠে অনুষ্ঠিত
শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল -৪ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান।
এতে উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম লাবু, উপজেলা বিএনপির সদস্য সচিব সিহাব আহমেদ সেলিম, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আসাদুজ্জামান মুক্তা, বরিশাল উত্তর জেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন পিপলু, পৌর বিএনপির সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু মিয়া, পৌর বিএনপির সাবেক আহবায়ক জিয়া উদ্দিন সুজনসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথি রাজিব আহসান বলেন, ক্ষমতা ও উচ্চ অবস্থানে থেকেও বেগম খালেদা জিয়ার মধ্যে কখনো অহংকার, প্রতিহিংসা কিংবা প্রতিশোধ পরায়ণতার প্রকাশ দেখা যায়নি; বরং বিনয়, সহনশীলতা ও মানুষের প্রতি গভীর ভালোবাসাই ছিল তাঁর। তিনি শুধু বিএনপির নেত্রী নয়, জাতীয় ঐক্যের প্রতীক ছিলেন। পৃথিবীর ইতিহাসে এতো মানুষ কারো জানাযায় উপস্থিত হয়েছে কিনা আমি জানিনা। যেটা দেখেছি বেগম খালেদা জিয়ার জানাযায়। বেগম খালেদা জিয়া আমার শিক্ষক ছিলেন! আমরা খালেদা জিয়ার মতো জীবন চাই, যেন মৃত্যুর পরও মানুষ আমাদের স্বরণ করবে। মানুষ দোয়া করবে ভালো বাসবে। তিনি প্রতিহিংসার রাজনীতি করেননি।
এছাড়াও শোকসভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত এবং মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন পাতারহাট উত্তর বাজার বড় জামে মসজিদের ইমাম মোঃ আব্দুল্লাহ।