ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে প্রথম ধাপে বরিশাল-৪,৫ ও ৬ নম্বর আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এ যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এতে বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাট) আসনে বিএনপি ও আমায়াত সহ পাঁচজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য এ আসনে দাখিলকৃত সকল প্রার্থীরই মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়েছে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা খাইরুল আলম সুমন এ ঘোষণা দেন। বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজিব আহসান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর অধ্যাপক মাওলানা মোহাম্মাদ আব্দুল জব্বার, ইসলামী আন্দোলন বাংলাদেশের সৈয়দ এছহাক মোঃ আবুল খায়ের, বাংলাদেশ জাসদের আবদুস ছালাম (খোকন) এবং মুক্তি জোটের মোঃ আব্দুল জলিল। এ সময় সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের কর্মকর্তারা ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ উপস্থিত ছিলেন। আগামী ২০ জানুয়ারী মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে এই পাঁচ জনের মধ্যে কেউ মনোনয়ন প্রআহার না করলে তাদের মধ্যে থেকেই বেয়ে নিতে হবে বরিশালের দুর্গম জনপদ হিসেবে পরিচিত বরিশাল-৪ আসনের একজন কান্ডারীকে।