মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসূতি সেবায় উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। গত ০১ ডিসেম্বর ২০২৫ থেকে ৩০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত এই এক মাসে মোট ১১২ জন গর্ভবতী মায়ের নরমাল ডেলিভারি সফলভাবে সম্পন্ন হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে আরও বেশ কয়েকজন গর্ভবতী মা চিকিৎসাধীন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করা হচ্ছে।
হাসপাতালের ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্ত এক নার্স জানান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ইমরানুর রহমানের আন্তরিক প্রচেষ্টা, চিকিৎসক ও নার্সদের নিরলস পরিশ্রম এবং সর্বোপরি জনগণের সচেতনতার ফলেই এই প্রথম এক মাসে এতো সংখ্যক নরমাল ডেলিভারি সম্পন্ন করা সম্ভব হয়েছে।
এ সাফল্যের মাধ্যমে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি হাসপাতালের ওপর সাধারণ মানুষের আস্থা আরও বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। স্থানীয় সচেতন মহল এ অর্জনকে মাতৃস্বাস্থ্য সেবার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন।