মেহেন্দিগঞ্জের সন্তান সৈকত দেবনাথের অকাল মৃত্যু
মেহেন্দিগঞ্জের সন্তান সৈকত দেবনাথ (১৮) আর নেই। দীর্ঘদিন ধরে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত থাকার পর অবশেষে আজ সকালে বরিশালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
সৈকত দেবনাথ মেহেন্দিগঞ্জ পৌরসভার ১নং সোনামুখী ওয়ার্ড এর বাসিন্দা। সৈকত বরিশাল ইনফা পলিটেকনিক ইনস্টিটিউটের মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় সেমিস্টারের ছাত্র ছিলেন। অল্প বয়সেই সৈকত দেবনাথ এর এমন করুণ মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
সৈকত দেবনাথ এর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা।