আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী রাজিব আহসান মনোনয়ন পত্র উত্তোলন করেছেন।
আজ তিনি মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ রিয়াজুর রহমানের দপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
এ সময় রাজিব আহসানের সঙ্গে বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়ন পত্র উত্তোলনের পর রাজিব আহসান বলেন, জনগণের অধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন। এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করার অঙ্গীকারও করেন তিনি।
বরিশাল-৪ আসনটি মেহেন্দিগঞ্জ ও হিজলা উপজেলা নিয়ে গঠিত। আসন্ন নির্বাচনে এ আসনে একাধিক রাজনৈতিক দলের প্রার্থীর অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের আভাস মিলছে।