মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানায় নির্মাণাধীন একটি দৃষ্টিনন্দন সেতু ইতোমধ্যে এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এই সেতুর মাধ্যমে বিদ্যা নন্দনপুর ইউনিয়ন, কাজিরহাট ও ভাসানচর এলাকার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে, যা স্থানীয় জনগণের যাতায়াতকে করবে আরও সহজ ও সময়সাশ্রয়ী।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, সেতু নির্মাণকাজের প্রায় ৯০ শতাংশ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই বাকি কাজ শেষ করে সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করার আশা প্রকাশ করেন তারা।
স্থানীয় বাসিন্দাদের মতে, সেতুটি চালু হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়বে। একই সঙ্গে এলাকাটির নান্দনিক সৌন্দর্য বৃদ্ধি পেয়ে পর্যটন সম্ভাবনাও তৈরি হবে বলে মনে করছেন অনেকেই।