শীত মানেই কেবল কনকনে হাওয়া নয়—শীত মানে চালের সুগন্ধ, পিঠা-পুলির মিষ্টি স্বাদ আর উৎসবের উষ্ণ আবেশ। এই চিরচেনা শীতের অনুভূতিকে কেন্দ্র করেই মেহেন্দীগঞ্জে আয়োজন করা হয়েছে ব্যতিক্রমধর্মী ‘শীত উৎসব ২০২৫ | চালের ঘ্রাণে শীতের গান’।
মেহেন্দীগঞ্জের ছাত্রসমাজের উদ্যোগে এবং কলেজ প্রশাসনের অনুমতিক্রমে সরকারি পাতারহাট আর.সি কলেজ প্রাঙ্গণে (শহীদ মিনার মাঠ) আগামী ২৯ ও ৩০ ডিসেম্বর ২০২৫ (১৪ ও ১৫ পৌষ) দুই দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হবে।
একসময় সরকারি পাতারহাট আর.সি কলেজ ছিল মেহেন্দীগঞ্জের সাংস্কৃতিক চর্চার অন্যতম প্রাণকেন্দ্র। সেই ঐতিহ্যকে স্মরণ করেই নতুন প্রজন্মের হাত ধরে আবারও সাংস্কৃতিক ধারাবাহিকতা ফিরিয়ে আনার ক্ষুদ্র প্রয়াস হিসেবে এই আয়োজন করা হয়েছে।
উৎসবে দর্শনার্থীদের জন্য থাকছে নানান ধরনের ঐতিহ্যবাহী শীতের পিঠা-পুলি, দেশীয় গান, নৃত্য, কবিতা আবৃত্তি এবং লোকজ সংস্কৃতির বর্ণিল পরিবেশনা। শীতের উৎসবমুখর পরিবেশে পরিবার-পরিজন নিয়ে সময় কাটানোর সুযোগ করে দিতেই এই আয়োজন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় উদ্যোক্তাদের জন্য স্টল বরাদ্দের ব্যবস্থা রাখা হয়েছে। পিঠা-পুলি, ঐতিহ্যবাহী ও প্রচলিত খাবার, শীতকালীন পোশাক, প্রসাধনীসহ বিভিন্ন পণ্যের স্টল নিতে আগ্রহীদের পেইজে নক দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
আয়োজকদের প্রত্যাশা—সবার অংশগ্রহণে একটি প্রাণবন্ত, আনন্দঘন ও স্মরণীয় শীত উৎসব উপহার দেওয়া। এ উপলক্ষে সকল শ্রেণি-পেশার মানুষকে সপরিবারে উৎসবে উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।