মেহেন্দিগঞ্জ উপজেলার ১০ নং আলিমাবাদ ইউনিয়নের মাত্র আট বছরের শিশু ফারজানা হার্ট ও কিডনি রোগে ভুগছে। তার চিকিৎসার জন্য ব্যয়বহুল খরচের প্রয়োজন হওয়ায় পরিবারটি পড়েছে চরম আর্থিক সংকটে।
‘মেহেন্দিগঞ্জ প্রতিদিন’-এ সংবাদ প্রকাশিত হওয়ার পর থেকেই বিভিন্ন শ্রেণি-পেশার বিত্তবান মানুষ মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন। এরই ধারাবাহিকতায় গত ৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ১০ নং আলিমাবাদ ইউনিয়নের মৃধা বাড়ি জামে মসজিদের পক্ষ থেকে ফারজানার হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, এর আগে আলিমাবাদ সমাজকল্যাণ সংস্থা নামের একটি অরাজনৈতিক সংগঠনও ফারজানার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছিল।
স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, এই অসুস্থ ছোট্ট ফারজানার পাশে সমাজের আরো দানশীল মানুষ এগিয়ে আসবেন, যাতে তার চিকিৎসা নির্বিঘ্নে চালিয়ে যাওয়া সম্ভব হয়।