বরিশাল জেলার হিজলা, মেহেন্দিগঞ্জ ও কাজীরহাট থানা নিয়ে গঠিত বরিশাল-৪ সংসদীয় আসনের সিরিয়াল নম্বরে পরিবর্তন আনা হয়েছে। পূর্বে এটি ছিল ১২২ নং আসন, তবে সর্বশেষ পরিবর্তনের মাধ্যমে এখন থেকে এটি হবে ১২১ নং আসন।
স্বাধীন বাংলাদেশের প্রথম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৭৩ সালে, তখনই গঠিত হয়েছিল বরিশাল-৪ আসন। পরবর্তীতে ২০০৮ সালের জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশ নির্বাচন কমিশন ২০০১ সালের আদমশুমারির ভিত্তিতে জনসংখ্যার পরিবর্তন প্রতিফলিত করে নির্বাচনী সীমানা পুনঃনির্ধারণ করে। ফলে ২০০৮ সালের নির্বাচন থেকে এ আসনের সীমানায় পরিবর্তন আসে।
সরকারি তথ্য অনুযায়ী (ডিসেম্বর ২০২৩):
মোট ভোটার: ৩,৯৩,২২৭ জন
পুরুষ ভোটার: ২,০৩,২৪৩ জন
নারী ভোটার: ১,৮৯,৯৮৩ জন
হিজড়া ভোটার: ১ জন
বেসরকারি সংস্থার গণনা অনুযায়ী:
মোট জনসংখ্যা: ৪,২৭,৯১৩ জন
পুরুষ: ২,০২,৩৬৮ জন
মহিলা: ২,২৫,৫২৭ জন
মোট ভোটার: ২,৪৫,৬৪৪ জন
পুরুষ ভোটার: ১,১৭,৫৪০ জন
মহিলা ভোটার: ১,২৮,১০৪ জন
মোট পরিবার: ৮২,৯৭০ টি
জনসংখ্যা বৃদ্ধির হার: ১.৩০%