বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হিজলা উপজেলা বাসস্ট্যান্ড থেকে হিজলা সরকারি কলেজ পর্যন্ত একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে। র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে হিজলা উপজেলার হেলিপেট মাঠে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক এমপি, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, জননেতা আলহাজ্ব অধ্যাপক মেজবাউদ্দিন ফরহাদ।
সভাপতিত্ব করবেন সাবেক সফল চেয়ারম্যান ও হিজলা উপজেলা বিএনপি’র সংগ্রামী আহ্বায়ক জননেতা আলহাজ্ব আব্দুল গাফফার তালুকদার।
এছাড়াও হিজলা উপজেলা বিএনপি, ৬ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
অনুষ্ঠানের সময় নির্ধারণ করা হয়েছে বুধবার সকাল ৯টা ৩০ মিনিটে।