মেহেন্দিগঞ্জ উপজেলার ১০ নং আলিমাবাদ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের গাগুরিয়া বাজারে নতুন বিএনপি’র পার্টি অফিস উদ্বোধন উপলক্ষে আয়োজিত দোয়া-মোনাজাতের সংবাদ প্রকাশকে কেন্দ্র করে স্থানীয় দুই নেতা রিপন রাঢ়ি ও সেন্টু রাঢ়ির মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়।
গতকাল সন্ধ্যায় সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মেজবাহ উদ্দিন ফরহাদের জন্মদিন ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নতুন পার্টি অফিসে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সংবাদে সেন্টু রাঢ়ির নাম উল্লেখ থাকলেও রিপন রাঢ়ির নাম না থাকায় ক্ষোভ প্রকাশ করেন রিপন রাঢ়ি। এ বিষয় নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।
আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে পার্টি অফিসের সামনে এ নিয়ে আবারও তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন তারা। তবে কিছুক্ষণ পর উভয়েই নিজেদের মধ্যে সমঝোতায় পৌঁছে ভুল বোঝাবুঝির অবসান ঘটান।
ঘটনাটিকে ঘিরে অনেকেই ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করলেও পরে পার্টি অফিসে সংবাদ সম্মেলনের মাধ্যমে রিপন রাঢ়ি ও সেন্টু রাঢ়ি ঘোষণা দেন— তারা ঐক্যবদ্ধ থেকে ভবিষ্যতে রাজনীতি করবেন।
উল্লেখ্য, রিপন রাঢ়ি বিএনপির সদস্য এবং সেন্টু রাঢ়ি কৃষক দলের সভাপতি।
তারা উভয়েই সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মেজবাহ উদ্দিন ফরহাদের অনুসারী।